নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা ও লক্ষাধিক টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম. মুজিবুর রহমানঃ নবীগঞ্জ থেকে :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত  মাদক সম্রাট রায়েছ মিয়াকে ২৯ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ গ্রেফতার করেছে সেনাবাহিনী৷ 

সেনবাহিনীর ক্যাম্প বানিয়াচং সূত্র জানায়, ২ জুলাই বুধবার সকাল অনুমান ৬টায় সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকী  এর নেতৃত্বে  উপজেলা ৪নং দীঘলবাঁক ইউনিয়নের, জিয়াপুর গ্রামের চিহ্নিত  মাদক ব্যবসায়ী রায়েছ মিয়ার  বসত ঘরে অভিযান চালিয়ে  ২৯ কেজি গাজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা সহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক  ব্যবসায়ী মোঃ রায়েছ মিয়া (৪২) পিতাঃ মোঃ আরজু মিয়া গ্রামঃ  জিয়াপুর থানাঃ নবীগঞ্জ জেলাঃ হবিগঞ্জ৷ উক্ত  মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী৷ 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন৷ এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন৷ 

উল্লেখ্যঃ মাদক ব্যবসায়ী রায়েছ ও তার বাহিনী কর্তৃক।দীর্ঘদিন ধরে বিদেশি মদ, গাজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো৷ তার মতো আরো কতিপয় মাদক ব্যবসায়ীগণ মদ,গাঁজা ও ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছেন৷ অন্যান্য মাদক কারবারিদের গ্রেফতারে সেনাবাহিনীর হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী৷


শেয়ার করুন