ঢাকা

হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়কের লাল নিশান টাঙ্গালেন বিএনপি নেতা আব্দুল মোতালেব

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : 

হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

এ সব বিষয়ে বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে করে যানবাহন সহ জনসাধারণের নেই কোন নিরাপত্তা। যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন। 

হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই উপজেলা অংশের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরই মধ্যে এগিয়ে এসেছেন করাব ইউনিয়নের মনতৈল গ্রামের লাখাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  ও সমাজসেবক আব্দুল মোতালেব খান।


তিনি শনিবার সকালে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক  মহাসড়কের লাখাই উপজেলা অংশের বিভিন্ন স্থানে ছোট বড় বিভিন্ন গর্তগুলোতে লাল নিশান পুঁতে গর্তগুলো চিহ্নিত করতে দেখা গেছে।


এ বিষয়ে বিএনপি নেতা ও সমাজসেবক আব্দুল মোতালেব খান এর সাথে আলাপ কালে তিনি জানান হবিগঞ্জ সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই উপজেলা অংশের বিভিন্ন গর্তগুলো ও বেহাল দশা নিয়ে উপজেলা প্রশাসন সহ হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করেছি সমস্যার সমাধান করে দেয়ার জন্য কিন্তু তারা আমার কথায় কোন প্রকার কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে বিপদজনক স্থান গুলো চিহ্নিত করে লাল নিশান টাঙ্গিয়েছি যাতে জনসাধারণ সর্তক ভাবে চলতে পারে এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ দ্রুত গর্তগুলো সংস্থার করে।


এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


হবিগঞ্জ সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই উপজেলা অংশের ছোট বড় গর্তগুলো দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট  জোর দাবী জানান আব্দুল মোতালেব খান সহ এলাকার জনসাধারণ।

Tags: