সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে :
লাখাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম,ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, শহিদ মামুন আহমেদ এর ভাই রুবেল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কাজী শারমিন নেওয়াজ, প্রকৌশলী এহতেশামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন আমরা যারা সরকারী কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা যেন উপজেলায় আগত সেবা প্রার্থীদের সাথে বৈষম্য মূলক আচরণ না করে যথাযথ ভাবে সেবা দিতে পারি সে আহবান জানান। তিনি আরও বলেন প্রথমেই আমাদের কে বাংলাদেশের সুনাগরিক হিসেবে নিজেদের কে গড়ে তুলতে হবে এবং সেবার মান বৃদ্ধি করতে পারি সে দিকে লক্ষ্য রেখে জনসাধারণের সেবা করার আহবান জানান।
পরিশেষে বাংলাদেশের সকল শহিদ ও আহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রথমেই তেঘরিয়া গ্রামের শহিদ মামুন আহমেদ এর মা নিশামন বিবি আবেগ আপ্লূত হয়ে বলেন তেঘরিয়া হতে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কটি শহিদ মামুন আহমেদ এর নামে নামকরণ করার দাবী জানান।
