সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে :
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ কে শীল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১১ জুলাই রোজ শুক্রবার সন্ধার পর বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুল্লা বাজার শীল কমিটির সভাপতি সেন্ট শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পূরণ দাশের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান চৌধুরী সোনাই, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, সাংবাদিক বিলাল আহমেদ, শফিকুল ইসলাম সাবাল,মোশাররফ হোসেন,আক্তার হোসেন, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, প্রিয়টন গোপ ও নির্মল শীল প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান বুল্লা বাজার শীল কমিটির নের্তৃত্ব বৃন্দ।
