আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে, আজমিরীগঞ্জ বাজারে যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত। বাজারের প্রধান সড়ক লাল মিয়া বাজার রোডের মোড় হইতে ঔষধ ঘরের সামনে সরু রাস্তা হওয়ায় যানবাহনের মোড় নিতেই বাধে যানজট। ১ জুন মঙ্গলবার দুপুর ১২ টায় সরজমিন গিয়ে দেখা যায় থানার সামন হইতে মধ্য বাজার পর্যন্ত যানবাহন ও পথচারীদের প্রচুর ভোগান্তি পোহাতে হয়। ব্যাটারীচালিত ইজিবাইক, রিক্সা ও টমটম সড়কে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে এই যানজট সৃষ্টি হয় বলে দাবী পথচারীদের।
স্থানীয় ও পথচারীদের সাথে কথা বলে জানা যায় এই যানজটের কারণ বাজারে দোকানের সামনে গাড়ি দাড় করিয়ে মালামাল উঠানো নামানো করেন ব্যাবসায়ীরা, অন্যদিকে মিশুক ও টমটম রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো হয়। বাজারের একজন ব্যাবসায়ী সাদেক মিয়া বলেন মেইন বাজার থেকে সরে গিয়ে যদি এই গাড়িগুলো যাত্রী আনা নেওয়া করে তাহলে যানজট কমবে। আরেকজন ব্যাবসায়ী হরি রাম বলেন গাড়ির জন্য রাস্তায় মানুষ চলাচল করতে সমস্যা হয়।
তারা বলেন গাড়ির জন্য কাস্টমার দোকানে আসতে সমস্যা হয়, তিনি আরও বলেন মেইন বাজার থেকে একটু দূরে ষ্টেন হলে ভালো হয়। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ভোরের ডাককে বলেন এই জায়গায় যানজট নিরসনের জন্য পুলিশ দায়িত্ব পালন করছে, তিনি আরও বলেন যানজট যাতে না হয় পথচারী ও ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে চলাচলের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।