ঢাকা

আজমিরীগঞ্জ পৌর এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি।

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বর্ষার পানি বাড়তে না বাড়তেই সাপের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আতংকে গ্রামবাসী। 


জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সমিপুর গ্রামে দিন দুপুরে সাপের উপদ্রব বেড়েই চলছে। সাপ বাড়ির পিছনে গাছের উপর পেচিয়ে থাকে।সাপগুলো গাছে গাছে খেলা করে। সবুজ বর্নের সাপগুলো দেখতে সুতার মতো সরু লম্বা মূখ ছোট। কেউ বলে লাউডুগি,দুধরাজ,পঙ্খি রাজ, পোখরাজ,পাতা হালদ,বিভিন্ন নামে ডাকছে, এতে করে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। 


গ্রামবাসীরা জানায়, এই সাপ গাছে গাছে খেলা করে, রাতের বেলায় বের হলে, আতংক বিরাজ করে। সাপ ঘরে ডুকে পড়ে সেই আতংকে ঘুম হারাম হয়ে যায়। ভুক্তভোগী উৎপল চক্রবর্তী জানায়,আমার বাড়ির পিছনে কাঁঠাল গাছে সবুজ রঙের সাপটি পেছিয়ে থাকে, রাতের বেলায় বাইরে যেতে ভয় পাচ্ছি, নির্ঘুমে কাটে। এইভাবে চলছে আমাদের জনজীবন, আতংকে রয়েছি।

Tags: