ঢাকা

আজমিরীগঞ্জে - বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের সংষ্কারে ধীর গতি, দুর্ভোগের মাত্রা বিস্তার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

আজমিরীগঞ্জ উপজেলাবাসীর জন্য দুর্ভোগ ও যন্ত্রণার অপর নাম আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন সড়ক! 


ধীর গতিতে চলছে সড়ক উন্নয়ন কাজ। ফলে দীর্ঘায়িত হয়েছে মানুষের দুর্ভোগ। একে তো ভাঙাচোরা সড়ক, বৃষ্টি হলে সড়কের চেহারা পাল্টে কাদা-পানিতে একাকার হয়ে ছোট বড় পুকুরে পরিণত হয়, ও বিভিন্ন ব্রিজের পাশে গর্তের মত ভাঙ্গন, সব মিলিয়ে ভোগান্তির যেন অন্ত নেই!

সরে জমিনে দেখা যায় , সড়কের যেসব স্থানে জোরা তালির কাজ শেষ করেছে সেখানেই কার্পেটিং উঠে গর্ত হয়েছে। দুর্ভোগ ও অসহ্য যন্ত্রণার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় জন সাধারণের। 

বিশেষ করে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রাম থেকে আজমিরীগঞ্জ উপজেলা পর্যন্ত সড়কের এমন অবস্থা দাড়িয়েছে যেন সড়কে আসতেই বুক কাঁপছে সবার।

অসুস্থ রোগী, প্রসূতি নারী ও হাড় ও মাজার সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে, আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন সড়কটি।


যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলা চল করছে । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ও বাড়ছে।  রাস্তার এই বেহাল অবস্থায় মানুষের জীবন আজ বিপর্যস্ত, ভয়াবহ এক রূপ ধারণ করেছে ।


কোথাও কোথাও পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এটি রাস্তা নয় যেন ছোট বড় পুকুর, কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। 

এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়। এরই মাঝে ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মোটরসাইকেল মালামালবাহী ট্রাক,পিক আপ সহ শতশত যানবাহন।

সড়কের সংস্কারের জন্য ৩২ কোটি টাকার মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায়। এই বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, (হবিগঞ্জ) জাকির হোসেন এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান সড়কটি সংষ্কারের জন্য ৩২কোটি মেগাপ্রকল্প টেন্ডার হয়ে মিনিষ্টিজে যাওয়ার পর সেখান থেকে আবার বলেছে রিটেন্ডার করার জন্য, রিটেন্ডার করে দিয়েছি জুলাই মাসের ৮ তারিখে ওপেনই হবে। ওপেন হওয়ার পর মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে দ্রুত পাটিয়ে দেব সংষ্কার কাজটি যেন তাড়াতাড়ি হয়ে যায় ।
Tags: