রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ থেকে :
বুধবার (১৯ জুন) পাহাড় পুর আদর্শ কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ সৌমিএ শেখর দাশ সভাপতিত্বে ও রাসেন্দ্র চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ সৌমিএ শেখর দাশ
বিদায়ী শিক্ষার্থীদের উদেশ্য বলেন- আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান থেকে তোমাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও ফিরে এসে জন্মস্থানকে আলোকিত করতে হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের এ হেড কমিটির সদস্য প্রদীপ কুমার দাস। প্রভাষক প্রমোদ চন্দ্র দাস, সুবাস চন্দ্র দাস, মোঃ আশরাফুল ইসলাম, সাবিকুন্নাহার,সুইটি রানী সরকার, সজল কান্তি সূত্রধর,বাবুল চন্দ্র বিশ্বাস, মোঃ ওয়ালিউল হাসান,মোঃ হানিফ,আনোয়ার হোসেন ও কলেজের ছাত্র- ছাত্রী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।এ বছর কলেজএ পরিক্ষার্থী সংখ্যা ৯৫ জন। পরীক্ষার্থীদের পক্ষে তৃষ্ণা দাস,শিউলি রানী দাস, সুষ্মিতা রানী দাস বলেন- আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয় বিদ্যাপীঠ থেকে আর স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মুহূর্ত। আপনাদের কাছ থেকে আদর-স্নেহ আর যতটুকু ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করতে পারব না। আমাদের জন্য আশির্বাদ ও দোয়া করবেন আমরা যেন পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম বয়ে আনতে পারি।
