শরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ ৫৫ বিজিবি গত ৪ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে৷ আজ শনিবার ( ২৮ জুন) বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
৫৫ বিজিবি'র সূত্রে জানা যায়, ৫৫ বিজিবি'র বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে গত ৪ দিনে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়াস্থ নোয়াহাটি নামক স্থানে পৃথক ৩টি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে বিজিবি সদস্যরা রাস্তার পাশে গোপনীয়ভাবে ফাঁদ পেতে থাকে এবং চোরাই মালামাল বহনকারী ট্রাকের চালক বিজিবি'র উপস্থিতি টের পেয়ে গ্রেফতারের ভয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি'র সদস্যরা ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে মালিকবিহীন এক কোটি ছিয়াত্তর লক্ষ আঠারো হাজার একশত ষাট টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ী, হিমায়িত গরুর মাংস, শুটকি এবং ট্রাক জব্দ করে৷ এই বিশেষ অভিযান ছাড়াও ৫৫ বিজিবি'র অধীনস্থ হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন দুধপাতিল, রাজেন্দ্রপুর বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালসহ যানবাহন জব্দ করে। এ সকল মালামালের মধ্যে রয়েছে ১৫ কেজি ভারতীয় গাঁজা, গরু, ফুচকা, চিনি, বাংলাদেশী রাবার ও মশার কয়েল এবং বাই-সাইকেল আটক করা হয়। আটককৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫১ হাজার ২৫০ টাকা । আটককৃত দেশী/বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের এর প্রস্তুতি চলছে৷
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার।আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে এইসব দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।” উল্লেখ্য, চলতি জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবি'র পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ৫১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে৷