ঢাকা

আজমিরীগঞ্জে ব্রজপাতে নিহত ১ আহত ১

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ আশিকুর রহমান স্টাফ রিপোর্টার : 

আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের কাকাইলছেও ১ নং ওয়ার্ডের ঘরদাইর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে  আলমগীর মিয়া( ৪২) নামে এক যুবক  ব্রজপাতে মারা যায়, ও পাশে থাকা এক শিশু  আহত হয়। 

খোঁজ নিয়ে জানা যায়,  ১৪ই জুন রোজ শনিবার  সকাল ৯ঘটিকায় বাড়ির পাশে চাইলা খেতে গরু তাড়াতে গিয়ে ব্রজপাতে মোঃ আলমগীর মিয়া ও পাশে তাকা মাঠে  দুই  শিশু  ফুটবল খেলা অবস্থায়   মিনাজুল(৯) নামে শিশু আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে ও আহত মিনাজুল কে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

Tags: