উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ এ সময় সেবা গ্রহীতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধিকে বলেন ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন।
আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।NID কমিশন থেকে চলে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ভোটার লিস্ট এবং NID একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আলাদা করা হলে দুটিই তার মর্যাদা এবং গুনগত মান হারাবে।
তিনি আরও বলেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শ্রম এবং ঘামের বিনিময়ে তৈরী NID অন্যদের হাতে চলে গেলে তা কমিশনের জন্য মর্যাদাহানীকর হবে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্টানের ক্ষমতাকে সংকুচিত করা হবে।