ঢাকা

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেফতার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জ সদর এবং গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tags: