ঢাকা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক 'আপন' এর জন্মদিন আজ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, লেখক এবং "কুশিয়ারা বার্তার" বার্তা সম্পাদক আমিনুল ইসলাম আপন এর জন্মদিন আজ। 

আমিনুল ইসলাম আপন ১৯৯২ সালে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার কাকাইকছেও ইউনিয়নে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মালেক মিয়া। তিন ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। 

আমিনুল ইসলাম আপন প্রায় একযুগ ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত একশর বেশি তার লিখা গান, নাটক মার্কেটিং হয়েছে। প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেইজে।

গান লিখার পাশাপাশি ভাল অভিনয়ও করেন তিনি।

আমিনুল ইসলাম আপন এর অভিনিত শর্ট ফিল্ম "বন্ধুত্বের ভালবাসা" নাটক "কান্না" "পাখি যায় উড়িয়া"। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি কৌতুক এ্যালবাম।

আমিনুল ইসলাম আপন এর লিখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- " রঙ্গশালা " "কোথায় বাধলী ঘর" "সুখত আমার হইল না"  "নিশির শেষ " "নিঠুরিয়া" "মন পাখি" ইত্যাদি উল্লেখযোগ্য।

Tags: