ঢাকা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনায় মৃত্যুর তালিকা দিনকে দিন বেড়েই চলেছে

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সাখাওয়াত হোসাইন, শাহরাস্তি (চাঁদপুর) থানা প্রতিনিধি :


চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনায় মৃত্যুর তালিকা দিনকে দিন বেড়েই চলেছে। আর মৃত ব্যক্তিদের শেষ বিদায়ের সাথী হয়ে আছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, শাহরাস্তি উপজেলার কাফন-দাফন মানবিক টিম। আজ ০৮-০৮-২০২১ ইং সকাল ও বিকালে দুই করোনা পজেটিভ লাশ দাফনের পর রাত ৯ টায় দাফন করা হয়েছে আরেকজন করোনা পজেটিভ মৃত মহিলার জানাজা-দাফন। শাহরাস্তি উপজেলাধীন মেহের দঃ ইউনিয়নের ২নং ওয়ার্ড ভোলদীঘি গ্রামের বেপারী বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী হাসিনা বেগম (৫০) ইন্তেকাল করেন। তাঁর দাফনের সহযোগিতা চাইলে গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলার কাফন-দাফন মানবিক টিম (শাহরাস্তি উত্তর টিম) জানাজা-দাফন সম্পন্ন করে। গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম ইতিহাস গড়ে যাচ্ছে, আর সেই ইতিহাস সবাইকে মানবতাবাদী হতে উদ্বুদ্ধ করছে। তাই আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হই, সবার মাঝে ছড়িয়ে দেই মহানবী (দঃ)'র আদর্শ। করোনা ভাইরাস থেকে আতংকিত না হয়ে সতর্ক হই। মহান আল্লাহ গাউছিয়ানদের খেদমতকে কবুল করুক

Tags: