ঢাকা

শাহরাস্তিতে গাউছিয়া কমিটির দাফন কার্যক্রম বলবৎ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সাখাওয়াত হোসাইন, শাহরাস্তি (চাঁদপুর) থানা প্রতিনিধি :


চাঁদপুর, শাহরাস্তি উপজেলায় কাফন-দাফন মানবিক টিমের সমন্বয়ক হিসেবে উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান ও চাঁদপুরে সর্বাধিক দাফন-কাফনে নেতৃত্বদানকারী শাহরাস্তি উত্তর টিম প্রধান  কামরুল হাসান বাবু এবং শাহরাস্তি দক্ষিণ টিম প্রধান নূরে আলম ফরাজীকে পরিচয় পত্র পরিয়ে দিচ্ছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলার নেতৃবৃন্দ ও থানা সভাপতি।


কারোনার এই কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা রেখে, এই কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় প্রতিটি উপজেলায় তাঁদের দাফন কাফন কার্যক্রমকে বলবৎ করা হয়েছে।

Tags: