ঢাকা

আজমিরীগঞ্জ চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তার বেহালদশা, লোকজনের চলাচলে চরম দূর্ভোগ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ)  প্রতিনিধি : 


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তাটি বেহালদশায় পরিণত হয়েছে। এতে করে ওই রাস্তা দিয়ে বাজারে আসা লোকজনের দূর্ভোগ চরমে উঠেছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকাধীন ওই রাস্তাটি অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।


জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় বিগত তত্বাবধায়ক সরকারের শাসনামলে অনুমানিক কোটি টাকা ব্যয়ে টানবাজারের মাছবাজার সংলগ্ন মাল্টিপারপাস নির্মাণ করা হয়। এ কাজের অংশ হিসেবে চরবাজারের সহিত সংযুক্ত করে নৌ-টার্মিনাল সহ ওই রাস্তাটি নির্মাণ করা হয়। কাজ বাস্তবায়নের দ্বায়িত্ব পায় ব্রাহ্মণবাড়িয়ার আজাদ এন্ড ব্রাদার্স নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্টান। নির্মাণকৃত রাস্তাটি এলাকায় খুবই জনগুরুত্বপূর্ণ। কারণ আজমিরীগঞ্জ চরবাজার থেকে ওই রাস্তাটি কুশিয়ারার কালনী নদীর তীরে নির্মাণকৃত নৌ-টার্মিনাল পর্যন্ত ঠেকেছে। নদীর অপরপাড়ে কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বাজার অবস্হিত। ওই এলাকার লোকজনদের আজমিরীগঞ্জ সদরে পৌঁছুতে নৌ-টার্মিনাল থেকে চরবাজারগামী রাস্তাটি ব্যবহার করতে হয়। তাই ওই রাস্তা প্রতিদিন শত শত লোকজন চলাচল করে থাকে। নির্মাণের পর থেকে ওই রাস্তাটি যথারীতিভাবে ভালই চলে আসছিল। সম্প্রতি কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বাজারটি জমজমাট হয়ে উঠায়, দেশের বিভিন্ন স্হান থেকে পণ্য ও মালবাহী ডিস্ট্রিক্ট ট্রাক চরবাজারের ভিতর দিয়ে ওই রাস্তার উপর দিয়ে নৌ-টার্মিনালে আসতে হয়। পর ওই মালবাহী ডিস্ট্রিক্ট ট্রাক থেকে মাল খালাস করে, ট্রলারে করে জনতাগঞ্জ বাজারে পৌঁছে দেয়া হয়। এ ছাড়াও গত বর্ষা মৌসুমে ওই রাস্তার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় অকাল বানের পানি উঠে যাওয়ায়, রাস্তার গুণগতমান নষ্ট 
হয়ে যায়। বানের পানি নেমে যাওয়ার পর পরই ওই রাস্তার অনুমানিক ৭৫ ফুট পরিমাণ রাস্তা দেবে গিয়ে খানা-খন্দক সহ বেহালদশায় পরিণত হয়েছে। যার কারণে ওই রাস্তায় টমটম, রিক্সায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এ ছাড়াও ওই পথচারীদের চলাচলে চরম ভূগান্তি পোহাতে হচ্ছে। তাই স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকাধীন ওই রাস্তাটি অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Tags: