ঢাকা

শিবপাশায় বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে ২ হাজার টাকা জরিমানা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি : 

আজমিরীগঞ্জের শিবপাশা ও সদরে লকডাউন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সমন্বয়ে টহল দেয়া অব্যাহত ছিল। এ সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের তপশিলভুক্ত আইনের বিভিন্ন ধারায় ৫ জনকে ২ হাজার ৪'শ  টাকা জরিমানা করা হয়।  


এ সময় শিবপাশা মাছ বাজার, সবজি বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট মনিটরিং করা হয় এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ শফিকুল ইসলাম।
জনস্বার্থে টহল, মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


Tags: