হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমির
উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ইউএনওর কার্যালয়ে
বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি চলতি
বছরের ৫ আগস্ট আজমিরীগঞ্জে যোগদান করেন। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, সহ-সভাপতি ফরহাদ
চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হেনা, সাবেক সভাপতি স্বপন বণিক, সাবেক সাধারণ
সম্পাদক ওবায়দুর রহমান রাসেল, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কুহিন সওদাগর
প্রমূখ।
এ সময় ইউএনও সুলতানা সালেহা সুমি সাংবাদিকদের সঠিক তথ্য ও সহযোগিতা কামনা করেন।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 10
- লাইফস্টাইল 1
- সারাদেশ 42