সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবিতে গ্ৰামবাসী ও ব্যবসায়ীদের মানববন্ধন।
১৪ আগষ্ট শনিবার বিকেলে উপজেলার কেশবপুর বাজারে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি সানাফর আলীর সভাপতিত্বে ও মোঃ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, সমাজ সেবক আফরুজ আলী । আয়োজিত মানববন্ধনে কেশবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজাদ খান সহ-সাধারণ সম্পাদক তুতা মিয়া বর্তমান সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী ও
বাজার ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন,নন্দ দাস আনহার শূকুর আলী বাবুল দাস শূশিল বৈদ আব্দুল হেকিম নিতাই দেব আব্দুল মুতালিব পলাশ দাস জীবন সরকার আকবর হোসেন সেলিম মিয়া ডা: ফূল মিয়া দিলাল হোসেন হাবিবুর রহমান, ফরিদ মিয়া শামছুল, আলমগীর হোসেন মাহমুদ আলম হাজী আব্দূর রসিদ অমির আলী ওয়াব উল্বা লালা মিয়া রোয়াব উল্বা আজিবুর রহমান মামলার সাক্ষী,বিল্লাল হোসেন,ছইল মিয়া, আলী হোসেন,রমা চন্দ, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া রাসেল কয়ছর ছাত্রর লীগ নেতা জুনেদ আহমদ শ্রমিক নেতা আতাউর রহমান দুদু হাফিজ শাহ জাহান জরিপ মিয়া আব্দুল হেকিম লেবু মিয়া কাঞ্চন আলম আলী হোসেন জাহাঙ্গীর আইলাছ সামছুল মাওলানা জাসদ আবু মিয়া দলু মিয়া সিপন মিয়া রকিব মিয়া প্রমূখ। আয়োজিত মানববন্ধনে ব্যাবসায়ী জাহাঙ্গীর এর ছোট ভাই আলমগীর বলেন,প্রিয় সাংবাদিক বৃন্দ, কেশবপুর বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসী, গত পৌরসভা নিবার্চন থেকে লন্ডন প্রবাসী বসর মিয়া ও মজিদ মিয়ার সাথে আমার ভাইয়ের মনোমালিন্য শুরু হয়।
পড়ে মজিদ মিয়া আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, তার প্রমান আমাদের কাছে রয়েছে।আমড়া সন্দেহ পোষণ করছি মে, আমার ভাইকে চক্রান্ত করে এই কাজ করেছেন ।তাই আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরকরতে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
