চাঁদপুর এর করোনার বহাল থাবায় প্রতিদিন বাড়ছে লাশের সাড়ি সাথে করোনার রুগির সংখ্যা l
এই অবস্থায় মাক্স বিতরনে কর্মসূচি হাতে নিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে এফ.এস জনাব হাসান মজুমদার। তিনি করোনার হাত থেকে মানুষ কে বাচানো জন্য সর্তকতা অবলম্বন করতে বলেন এবং সবাইকে মাক্স ব্যবহারে নির্দেশ প্রদান করে। তিনি কচুয়া ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকে দিয়ে কচুয়ার প্রতিটি ইউনিয়নের মাক্স বিতরণ করান কচুয়ার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম।
