ঢাকা

আবারো বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

 


১৬ ঘণ্টা পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল। এর আগে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আজ দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত থেকেই রাজধানীসহ সারাদেশে আন্তঃজেলা পরিবহন পরিবহন চলাচল করে। আজ রবিবার দুপুর ১২টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব যাত্রীবাহী যান দুপুর ১২টার আগে স্টপেজ বা টার্মিনাল থেকে ছেড়ে গেছে, সর্বশেষ স্টপেজ পর্যন্ত যেসব গাড়ি যেতে পারবে।অপরদিকে যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চালানোর সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Tags: