ঢাকা

লকডাউনের নবম দিনে আজমিরীগঞ্জে ১২ জনকে ৩৮০০ টাকা অর্থদন্ড প্রদান

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের অন্যান্য স্থানের ন্যায় আজমিরীগঞ্জেও চলছে কঠোর লকডাউন। জনসাধারণকে এই লকডাউন মানাতে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (৩১/০৭/২০২১) বেলা ২ : ৩০ ঘটিকা পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক আজমিরীগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে টহল দেয়া হয় এবং বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের তপশিলভূক্ত আইনের আওতায় ১২ জনকে সর্বমোট ৩৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হয়। মোবাইল কোর্টকে সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আজমিরীগঞ্জ এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।
জনস্বার্থে টহল ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বাজায় রাখুন।
Tags: