মহামারী করোনায় কেড়ে নিল জনাব নুরুল ইসলামের প্রাণ, তাঁর জানাজা দাফন-কাফন সম্পন্ন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশের করোনার লাশ দাফন-কাফন মানবিক টিম শাহরাস্তি উপজেলা শাখা।
মৃত্যুর মিছিলে যোগ হলো আরো একটি নাম। একের পর এক পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জন। আর তার বাস্তব চিত্র হিসেবে শাহরাস্তি উপজেলার
ওয়ারুক পশ্চিম পাড়া পাটোয়ারী বাড়ির জনাব নুরুল ইসলাম সাহেব গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে গত সোমবার মৃত ব্যক্তির আপন ছোট ভাই জনাব আবুল কাশেম ডিলার সাহেব ইন্তেকাল করেন। তাঁর দাফন কাফনও সম্পন্ন করেছিল গাউছিয়া কমিটির করোনা লাশ দাফন টিম। আর এর ৪ দিন আগে আবুল কাশেম ডিলার সাহেবের জামাতা ইন্তেকাল করেন শশুর গৃহে, সাথে পৃথিবীতে রেখে গেলেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া করোনা পজেটিভ স্ত্রীকে! তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। করোনা উপসর্গ থাকায় জনাব নুরুল ইসলামের স্বজনেরা গাউছিয়া কমিটি বাংলাদেশের করোনা লাশ দাফন কাফন মানবিক টিমের সহায়তা চাইলে, মানবতার ডাক হিসেবে তাঁরা উক্ত মৃত ব্যক্তির দাফন আজ সকাল ১০ টায় সম্পন্ন করে। আল্লাহ দাফন টিমের কার্যক্রমকে কবুল করুক।
চারদিকের পরিবেশ খুবই প্রতিকূল!
তাই সবাই স্বাস্থ্যবিধি পালন করুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
