ঢাকা

পুবের আলো'র শিফ্ট ইনচার্জ পদে নিয়োগ পেলেন আমিনুল

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "পুবের আলো'র" শিফ্ট ইনচার্জ  পদে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম আপন। এ বিষয়ে পুবের আলোর সিইও আরিফুল ইসলাম সুমন এক শুভেচ্ছা বার্তায় জানান, সময়োপযোগী সিদ্ধান্তের ভিত্তিতেই ওনাকে দায়িত্ব অপর্ণ করা হয়েছে। আশা করি তিনি পুবের আলো নিউজকে ভালো কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ ।


আমিনুল ইসলাম আপন জানান, আমাকে পুবের আলো'র শিফ্ট ইনচার্জ মনোনীত করায়, পুবের আলো'র পরিচালনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি, যাতে পুবের আলো'র  জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া কামনা করছি।


উল্লেখ্য, আমিনুল ইসলাম আপন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার কাকাইলছেও ইউনিয়নের এক মুসলিম পরিবারে তার জন্ম।

তার পিতার নাম আব্দুল মালেক মিয়া।


আমিনুল ইসলাম আপন বর্তমানে "পুবের আলো'র" শিফ্ট ইনচার্জ এর পাশাপাশি "কুশিয়ারা বার্তা'র" বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Tags: