১০ টাকা কেজি ধরে পরিবহন শ্রমিকদেরকে চাল দেয়াসহ অবিলম্বে গণ-পরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। রবিবার দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনাল থেকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমম্মদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, হাজী ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন-সরকারি চলমান লকডাউনে ট্রাক, পাইভেটকারসহ কয়েকটি পরিবহন চলাচল রয়েছে। কিন্তু বাস পরিবহন বন্ধ থাকার কারণে শত শত শ্রমিকদের পরিবারের সদস্য অনাহারে অধাহারে জীবন, জীবিকা কাটাচ্ছেন। তাদের কোন ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে না। তারা অবিলম্বে এসব শ্রমিকদের ১০ টাকা কেজি ধরে পরিবহন শ্রমিকদেরকে চাউল দেয়ার দাবি জানান এবং স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহন চালু দাবি জানান। অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন ঘরে তুলবে।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 9
- লাইফস্টাইল 1
- সারাদেশ 24