ঢাকা

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares



কারাগারে থাকা হেফাজতে ইসলামের আলোচিত নেতা বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

সহিংসতার বেশকয়েকটি মামলায় মামুনুল হককে গত ১৮ই এপ্রিল গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের ১২ দিন পরে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করছেন জান্নাত আরা ঝর্ণা।

পুলিশ জানিয়েছে, মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী মামালার বাদী জান্নাত আরা ঝর্ণা অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জের ওই রিসোর্টে তাকে ‘জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন’ মামুনুল হক।

গত ৩রা এপ্রিল মামুনুল হক জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে যান। তখন সেখানে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

মামুনুল হককে কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায়।

এসময় মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং দুই বছর আগে তারা ‘ইসলামী শরিয়ত সম্মতভাবে’ বিয়ে করেছেন।

তবে জান্নাত আরা ঝর্ণা নারী তার স্ত্রী কি-না সে বিষয়ে ঝর্ণার কোন বক্তব্য পাওয়া যায়নি। (BBC বাংলা)

(কুশিয়ারা বার্তা / আমিনুল)


Tags: