সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থান থেকে হেফাজতের নেতাকর্মীরা শহরের থানা পয়েন্টে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা হেফাজতের আমীর মাওঃ হারুনুর রশীদ (দাঃ বাঃ) এর সভাপতিত্বে ও হেফাজত নেতা মাওঃ ইমরান আহমদের পরিচালনায় অনুষ্টিতস মাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের মহাসচিব মাওঃ শাহ আলম, সহ-সভাপতি মাওঃ আব্দুল কাদির হোসাইনী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়সল তালুকদার, হেফাজত নেতা হাফেজ নাজমুল হুদা, মাওঃ মিজানুর রহমান, হাফেজ ফাহিম আহমদ, মাওঃ আব্দুল মুকিত প্রমূখ। বক্তারা অতি সম্প্রতি আল্লাহ ও আলীম উলামাদের নিয়ে কটাক্তকারী নবীগঞ্জের দীঘলবাকের ফেসবুকে পোষ্ট প্রদানকারীকে ১ মাসের সাজা দিলে হবে না, তাকে আজীবন জেল হাজতে রাখার দাবী জানান। এছাড়া তারা আরও বলেন, হেফাজত বা আল্লামা মামুনুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীকারী ইসমাইলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে হেফাজত। বিক্ষোভ সমাবেশ চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এর নেতৃত্বে বিশাল একদল পুলিশ অবস্থান করতে দেখা গেছে।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 9
- লাইফস্টাইল 1
- সারাদেশ 24