ঢাকা

কাউন্সিল পদপ্রার্থী মুকবুল আহমেদ পাঞ্জাবি মার্কা ভোটের প্রচারনা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃসাখাওয়াত হোসাইন, থানা প্রতিনিধি শাহরাস্তি (চাঁদপুর)


আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে প্রচারে দ্বিতীয় দিনে ও চলছে তুমুল পর্যায়ে চলছে ভোটের প্রচারনা বিভিন্ন প্রার্থীর সাথে লড়ে যাচ্ছে প্রতিটি ওয়ার্ড এর কাউন্সিল প্রার্থীগন ৩নং ওয়ার্ড এর ৪জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিল মুকবুল আহমেদ লড়ে যাচ্ছেন পাঞ্জাবি মার্কা নিয়ে উনার ওয়ার্ডে।মুকবুল আহমেদ আমাদের কে জানান তিনি এই ভার ভোটে জয়যুক্ত হলে উনার ওয়ার্ড এ থাকা এলাকা গুলির উন্নায়নের ধারা অব্যাহত রাখবো এবং বিগত বছরের ন্যায় এ বছরও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব  তার ওয়ার্ডের মধ্যে থাকা কালিয়াপাড়া বাজার আজ প্রচারনা করে তার দুই ছেলে তানভীর আহমেদ ও রাসেল আহমেদ এবং পাঞ্জাবি মার্কা সমর্থক এর কিছু অংশ তখন তানভীর আহমেদ আমাদের কে জানার এই ওয়ার্ড এ তার বাবা মুকবুল আহমদ সফল কাউন্সিলর তিনি বিগত বছরের মত কাজ করে তার ওয়ার্ড কে সুন্দর রাখার জন্য ২৮এ ফেব্রুয়ারি পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তার বাবা সফল কাউন্সিলর মুকবুল আহমদ কে বিগত বছরের নেয় কাজ করার সুজুগ করে দেওয়ার জন্য ৩নং ওয়ার্ড সকল ভোটার দের অনুরোধ জানান এবং শাহরাস্তির পৌরসভার সকল জনগনের কাছে দোয়া প্রার্থনা করেন।

Tags: