ঢাকা

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

 


হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করা হয়েছে। অভিযানে ৩১শ টাকা জরিমানা করা হয়েছে এবং ৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র কুমার চাকমা, বিআরটিএর সহকারি পরিচালক মোঃ নুরুজ্জামান, পরিদর্শক শরফুদ্দিন আকন্দসহ সদর থানার একদল পুলিশ।
গতকাল হবিগঞ্জ শহরের বাইপাস এলাকাসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে আরোহণ এবং সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও কতিপয় ব্যক্তিদের ততণে মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়।

Tags: