আজমিরীগঞ্জে চুলার আগুনে ঝলসে গেলো শিক্ষার্থীর শরীর
আজমিরীগঞ্জে চুলার আগুনে
ঝলসে গেছে
ছায়েদা আক্তার
(৮) নামে
দ্বিতীয় শ্রেণির
এক শিক্ষার্থীর
শরীরের একাংশ। আশংখজনক
অবস্থায় তাকে
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে আজমিরীগঞ্জ
সদর ইউনিয়নের
বিরাট নরোত্তম
হাটির বাসিন্দা
মো. দুলাল
মিয়ার মেয়ে
ও বিরাট
সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার
সকাল অনুমান
৮টায় এ
ঘটনাটি ঘটে।
জানা
যায়, সকালে
রান্না ঘরের
জ্বলন্ত চুলার
কাছে যায়
ছায়েদা।
হঠাৎ
চুলার আগুন
তার পরনের
জামায় লেগে
গেলে সে
শোর-চিৎকার করে
দৌড়ে ঘর
থেকে বের
হয়ে বাহিরে
আসে।
তার চিৎকারে শিশুটির
মা এগিয়ে
এসে আগুন
নেভায়।
পরে আশপাশের
লোকজন আশংখজনক
অবস্থায় উদ্ধার
করে আজমিরীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে ওই
শিশুর শরীরের
একাংশ ঝলসে
গেছে বলে
জানা যায়।
